বাংলাদেশের একটি প্রশাসনিক বিভাগ। এটি বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পূর্ব থেকেই (অর্থাৎ, পাকিস্তান আমল থেকেই) বৃহত্তর রংপুর (সাবেক রংপুর জেলা) ও বৃহত্তর দিনাজপুর (সাবেক দিনাজপুর জেলা) ছিল রাজশাহী বিভাগের অন্তর্গত; পরবর্তীকালে সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস কার্যক্রমের সূত্রে ২০১০ সালে ২৫ জানুয়ারি বৃহত্তর রংপুর ও দিনাজপুরের আটটি জেলা, রংপুরদিনাজপুরপঞ্চগড়ঠাকুরগাঁওগাইবান্ধাকুড়িগ্রামনীলফামারী ও লালমনিরহাট নিয়ে বাংলাদেশের সপ্তম বিভাগ রংপুর গঠিত হয়। ১৬,৩২০.২৬ বর্গ কিলোমিটার আয়তনের এই বিভাগের ভৌগোলিক অবস্থান ২৫°২০´ উত্তর অক্ষাংশ থেকে ২৬°৩৭´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৫০´ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৯°৫৩´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য; দক্ষিণে রাজশাহী বিভাগের জয়পুরহাটবগুড়া ও ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা; পূর্বে ভারতের আসাম রাজ্য এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থান। রংপুর বিভাগ কৃষি, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ ইত্যাদিতে সমৃদ্ধ।